পার্বতীপুরের ব্যবসায়ী মানজুর রশীদের ব্যক্তি উদ্যোগে ১৪শ' দুস্হ মানুষের মাঝে ত্রান বিতরন


এম এ আলম বাবলু,পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধিঃ

করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া ১৪শ' দুস্হ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন  দিনাজপুর জেলার পার্বতীপুরের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবী মানজুর রশীদ৷ তিনি তাঁর নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে এলাকার কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের  মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করেন৷  শনিবাব ৬ষ্ট ধাপে পার্বতীপুর পৌর শহরের পুরাতন বাজার এলাকায় তাঁর নিজ বাসভবনের সামনে উপজেলার বিভিন্ন এলাকার ৪শ' জন  দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ছোলা, সাবান ও নগদ অর্থ। ইতোপূর্বেও একই ভাবে ৫ ধাপে আরো এক হাজার মানুষের মাঝে  ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে৷ সর্বমোট ৬ ধাপে ১৪শ' মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়৷ করোনা দূর্যোগকালীন সময়ে একই ভাবে ত্রান সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে জানা গেছে৷
দেশের এই দূর্যোগময় মূহুর্তে মানবতার কল্যানে দল মতের উর্ধে থেকে বিত্তবান ব্যক্তিরা যদি তরুন ব্যবসায়ী মানজুর রশীদের মতো এগিয়ে আসেন,দুস্হ অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে হবে সবচেয়ে বড় কল্যান

পুরোনো সংবাদ

দিনাজপুর 6551869055096231392

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item