সৈয়দপুর সরকারী নিষেধাজ্ঞা অমান্য,দুটি নৈশকোচ আটক
https://www.obolokon24.com/2020/04/saidpur_45.html
নীলফামারী প্রতিনিধি ৫ এপ্রিল\ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে ঢাকা যাবার চেষ্টার সময় দুটি নৈশকোচকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। গতকাল শনিবার(৪ এপ্রিল/২০২০) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় সেলফী পরিবহন ও সরকার এন্টারপ্রাইজ নামে নৈশ কোচ দুইটিকে আটক করে থানায় নেয় পুলিশ। তবে কোচ দুটির চালক হেলপার পালিয়ে যায়। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপর দিকে একই দিন রাতে জেলার ডোমার উপজেলার বানোওয়ারীর মোড় এলাকায় পার্টসের দোকানদান আজাদুল ইসলাম ও প্লেন সীটের দোকানদান এলিন হক সরকারী আদেশ অমান্য করে রাতে দোকান খুলে রাখে। ভ্রাম্যমান আদালত দুই দোকানদারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং ট্রাফিক আইন অমান্য করে রাতে চলাচল করায় ৩ মোটর সাইকেল আরোহীকে ১ হাজার করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম, ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান,এস আই আব্দুল লতিফসহ সঙ্গীয় ফোর্স। #
অপর দিকে একই দিন রাতে জেলার ডোমার উপজেলার বানোওয়ারীর মোড় এলাকায় পার্টসের দোকানদান আজাদুল ইসলাম ও প্লেন সীটের দোকানদান এলিন হক সরকারী আদেশ অমান্য করে রাতে দোকান খুলে রাখে। ভ্রাম্যমান আদালত দুই দোকানদারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং ট্রাফিক আইন অমান্য করে রাতে চলাচল করায় ৩ মোটর সাইকেল আরোহীকে ১ হাজার করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম, ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান,এস আই আব্দুল লতিফসহ সঙ্গীয় ফোর্স। #