কর্মহীন দিনমজুরদের বাজার করে দিলো 'শিক্ষানগরী সৈয়দপুর'

নিজস্ব প্রতিবেদকঃ হাতে একটা ব্যাগ। ব্যাগে ভর্তি বাজার-সদাই। এ নিয়ে ছুটে চলা। উদ্দেশ্য কর্মহীন কোন দিনমজুরের বাড়িতে ব্যাগটি পৌছে দেওয়া। এভাবেই চলমান করোনা সংকট মোকাবেলায় নিরবে নিভৃতে হতদরিদ্রদের পাশে দাড়াতে বাড়ি বাড়ি গিয়ে দুইদিনের বাজার পৌছে দিয়েছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন 'শিক্ষানগরী সৈয়দপুর'।

দেশের চলমান করোনা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে সৈয়দপুরের নিম্ন আয়ের মানুষ। এদের অনেকে দিন আনে দিন খায়। কোনরকমে দুবেলা দুমুঠো খেয়ে সংসার চালায়। কিন্তু মহামারী করোনার প্রকোপে ইতিমধ্যে অচল প্রায় সৈয়দপুরের অবস্থা। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সৈয়দপুরের খেটে-খাওয়া দিনমজুর শ্রেনীর মানুষ।

এমন দুরহ অবস্থায় সৈয়দপুরের কর্মহীন দিনমজুরদের পাশে দাড়ানোর উদ্দ্যোগ নেয় সৈয়দপুরের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর। এরই ফলস্বরূপ ০৫ এপ্রিল রবিবার শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপের এডমিন-মোডারেটর ও স্বেচ্ছাসেবকরা সৈয়দপুরের বিভিন্ন এলাকার অসহায় গরীব দুস্থ ২৫ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও জীবাণুনাশক সাবান বিতরণ করেন।

শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন জানান, 'মহামারী করোনার প্রকোপে চলমান সংকটাপন্ন অবস্থা মোকাবেলায় আমাদের শিক্ষানগরী সৈয়দপুর পরিবারের ক্ষুদ্র প্রচেস্টা স্বরূপ কিছু সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ানোর চেস্টা করেছি। এর আগে করোনা প্রতিরোধে সৈয়দপুরের ছিন্নমূল মানুষদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা সচেতনতা মূলক লিফলেট, মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণ করেছিলাম।'

এদিন বাড়ি বাড়ি গিয়ে বিতরন কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন, এডমিন আহসান হাবিব জনি, খন্দকার আবিদা সুলতানা রিয়া, রাকিব হাসান, সদস্য মোহাম্মদ মোকাররম, মামুন ইসলাম, মেহেদি হাসান, মশিউর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 1587150217757532256

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item