পঞ্চগড়ে জ্বর, গলা ব্যাথা নিয়ে কিশোরের মৃত্যু


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড়ের বোদা উপজেলায় জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে (১৬) এক কিশোর মারা গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী।

মৃত কিশোর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা গ্রামের বাসিন্ধা। এ ঘটনায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রাজিবের মৃত্যুর পর তাদের বাড়িসহ আশেপাশের ৫টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছিল, কয়েক দিন ধরে টনসিলের পাশাপাশি জ্বর, সর্দি শুরু হয়।  রোববার বিকেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। সম্প্রতি তার এক ভাই ঢাকা থেকে বাসায় ফেরেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী, করোনা সন্দেহে তার বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় তার মরদেহ দাফন হবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 71306433098137712

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item