পঞ্চগড়ে ফেসবুকে মহানবীকে কটুক্তি করায় যুবক আটক
https://www.obolokon24.com/2020/04/panchagsr.html
ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তির অভিযোগে রায়আন হুদা অমিত (২২) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার দুপুরে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
রায়আন হুদা অমিত জেলা শহরের উত্তর মিঠাপুকুর গ্রামের নুরুল হুদার ছেলে ।
এদিকে ফেসবুকে মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞ আলেমেদীন মাওলানা মাহমুদুল আলম ফেসবুক আইডিতে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির বিষয়ে বলেন, কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করা সংবিধান লঙ্ঘন। আমরা তার সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন জানান, ফেসবুকে মহানবী ( সা:) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে রায়আন হুদা অমিতকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।