নীলফামারীর সৈয়দপুরে ফোনে চিকিৎসা দিচ্ছে মেডিক্যাল স্টুডেন্টরা

নীলফামারী প্রতিনিধি ১৯ এপ্রিল\ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একদল মেধাবী তরুন-তরুনী যারা দেশের বিভিন্ন নামকরা মেডিক্যাল কলেজে অধ্যায়নরত এসব ভবিষ্যত ডাক্তারদের নিয়ে সৈয়দপুর জুড়ে আর্তমানবতায় স্বেচ্ছাসেবকমূলক কাজ করা সংগঠন হচ্ছে “এসোসিয়েশন অফ ডক্টোর্স এন্ড মেডিক্যাল স্টুডেন্ট অফ সৈয়দপুর”। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়টায় মোবাইল ফোনে মানুষকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছেন তরুণ চিকিৎসকদের এই সংগঠনটি।
২৪ ঘন্টা কলের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা/পরামর্শ দেয়ার নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফোনে চিকিৎসা দিবেন- মেজর ডাঃ আবুল আহমেদ শিবলী- ০১৭৬৭১৭৮০৯, ডাঃ নাজমুল- ০১৭২১৭০০৫০২, ডাঃ নাজমুল সাকিব নয়ন- ০১৭৩৭৯৫৯৫৮১, ডাঃ আদনান মাহফুজ- ০১৭৪৪৭৯৩৭৬৩, ডাঃ নাঈম উদ্দীন জীবন- ০১৭৮৩০৪১৮১৯, ডাঃ আশিকুর রহমান আপু- ০১৭২৩৮৪৬৪৮০, ডাঃ এজাজুল হক- ০১৩০৩১২৯৩৩৯, ডাঃ আতিকুল ইসলাম- ০১৭৫০৩৮৮৮১৪, ডাঃ শেখ রিজভি- ০১৭৬০০১৪২৫৯৩, ডাঃ আরিফুল রাব্বি- ০১৭৬৬০২৪০৩৮। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডাঃ সাদজা আনোয়ার- ০১৭৩৫৭৫৯৭২৭, ডাঃ ফারিহা নিতু- ০১৯১২৯০০৭১০, ডাঃ ¯িœগ্ধা- ০১৭৭৪৬৭০৪৫৪ এবং সন্ধ্যা ৬টা- রাত ১০টা পর্যন্ত ডাঃ ইমরাম হাসান- ০১৭৭৩১৫৬২০৪ ও ডাঃ তৌফিকুল ইসলাম রকি- ০১৭২৩৩১৫৬৪৯ ফোনে রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। #

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3982469471353603847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item