নীলফামারীতে জেলা ছাত্রদলের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

নীলফামারী প্রতিনিধি ৫ এপ্রিল\ নীলফামারীতে জেলা ছাত্রদলের উদ্যোগে দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন এতে নেতৃত্ব দেন। আজ রবিবার(৫ এপ্রিল/২০২০) বিকেলে শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, সহ-সভাপতি শেফাউল জাহাঙ্গির শেপু, যুবদল নেতা নুরে আলম, শামীম শাহ আলম তমু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক এনাম ও সাইফ চৌধুরী উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা সুহৃদ হোসেন জানান, দলীয় কার্যালয় প্রাঙ্গণে শতাধিক ব্যক্তিকে এবং বাড়ি বাড়ি গিয়ে দেড়’শ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসবের মধ্যে ছিলো পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, হাফ লিটার তেল, পাঁচশ গ্রাম ডাল, পাঁচশ গ্রাম লবন ও একটি সাবান। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অভাব অনটনে পড়েছেন অনেক মানুষ। কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে রয়েছেন তারা। ছাত্রদলের অবিভাবক তারেক রহমানের নির্দেশে মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেয়া হয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6214832917516578563

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item