জলঢাকায় রোজা উপলক্ষে ৩ ঘন্টা হোটেল খোলার নির্দেশ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩ টা থেকে ৬টা পর্যন্ত ৩ ঘন্টা ইফতার কেনাবেচার জন্য  হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় করোনা প্রতিরোধে সব স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে ইফতারি বিক্রির নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। পবিত্র রমজান উপলক্ষে শুক্রবার রাতে এ নির্দেশনা দেয়া হয়। এর আগে করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে জলঢাকা উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক মিটিংয়ে গত ২৪ মার্চ থেকে উপজেলার সকল রেস্তোরা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। যা বর্তমানেও মেনে চলেছে উপজেলার হোটেল ব্যবসায়ীরা। এ বিষয়ে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস জানান, শুধুমাত্র যারা হোটেল ব্যবসায়ী তারা স্বাস্থ্যবিধি মেনে ৩ ঘন্টার জন্য ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে। তবে কোনভাবেই হোটেলের ভিতরে খাওয়ার ব্যবস্থা করা যাবে না। এদিকে স্বাস্থ্যবিভাগ সুত্রে জানা গেছে জলঢাকা উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত রোগী নীলফামারী সদর হাসপাতালে আইসোলেশনে আছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3005930217214217372

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item