জলঢাকায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষ আহত ৪

নীলফামারী প্রতিনিধি ১৯ এপ্রিল\ নীলফামারীর জলঢাকা উপজেলা কৈমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া জুয়ার আসর বসিয়ে জনসমাগম সৃষ্টির প্রতিবাদ করায় গতকাল শনিবার(১৮ এপ্রিল/২০২০) গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪জন গুরুত্ব আহত হয়েছে। সংঘর্ষে গুরুত্ব আহত হওয়া জুয়া খেলার বাধা প্রদানকারী লাল চাঁদ মিয়া সহ ৪জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ মতে, করোনা ভাইরাসের এই সময় উক্ত এলাকার ইউনুছ আলীর ছেলে লাল চাঁদ মিয়ার বাড়ির পিছনে প্রতিনিয়ত জুয়া খেলার আসর বসায় ওই এলাকার মজিবর রহমানের ৫ ছেলে। প্রতিদিন সেখানে বিভিন্ন এলাকার লোকজন জুয়া খেলতে আসে। ঘটনার দিন রাতে লাল চাদ মিয়া ওই জুয়ার আসর বসাতে বাধা দেয়। এতে জুয়ারী মজিবর রহমানের ৫ ছেলে  লাল চাদ মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। তাকে বাঁচাতে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় মজিবর রহমানের ৫ ছেলেসহ তাদের সহযোগিরা। এতে লালচাঁদ সহ  ৪ প্রতিবেশী গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 209795322876351171

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item