সুন্দরগঞ্জে চিকিৎসকসহ জরুরি কাজে নিয়োজিতদের পিপিই বিতরণ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে চিকিৎসক-নার্সসহ জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রটেক্টিভ ইক্যুয়েপমেন্ট- পিপিই) বিতরণ করা হয়েছে। আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত) আফরুজা বারির অর্থায়নে ৩'শ পিস পিপিই বিতরণ করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) সকালে সুন্দরগঞ্জ থানা চত্বরে এসব পিপিই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান। এছাড়াও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত অর্থায়নে আরো ৩'শ পিস পিপিই কেনা হয়।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাবে জরুরি সেবা নিশ্চিত করতে উপজেলায় কর্মরত ডাক্তার-নার্স, ইউএনও, থানা পুলিশ, কৃষি বিভাগ ও প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পিপিই কিনতে এক লাখ টাকা অনুদান দেন আনন্দ গ্রুপ। পরে সেই টাকায় ৩'শ পিস উন্নতমানের পিপিই ক্রয় করেন উপজেলা প্রশাসন। আ.লীগ নেত্রীর অর্থায়নে কেনা এসব সুরক্ষা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে জরুরি সেবায় নিয়োজিতদের হাতে তুলে দেয়া হয়। এছাড়াও উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে আরো ৩'শ পিস পিপিই কেনা হয়। এসব পিপিই জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান। পরে সকল অফিসের কর্মকর্তা কর্মচারীদের মাঝে এসব পিপিই তুলে দেয়া হয়।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 5724437860067711459

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item