ডোমারে ওএমএস এর চাল বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের উপচে পড়া ভীড়


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার - নীলফামারীর ডোমারে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস চাল নি¤œআয়ের মানুষের মাঝে বিক্রয় শুরু করেছে। এ চাল বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে।
ডোমার বাজার পৌর এলাকার বাটার মোড়ে চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন কালে ইউএনও শাহিনা শবনম বলেন, করোনা ভাইরাস সংক্রমনের কারনে পৌরসভা এলাকার কর্মহীন, শ্রমজীবী ও নি¤œআয়ের মানুষের মাঝে প্রধান মন্ত্রী ঘোষিত খোলা বাজারে ১০ টাকা কেজি দরে ওএমএস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। 
উপজেলা খাদ্য পরিদশৃক(ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান ,ডোমার পৌরসভার চার জন ডিলারদের সাথে সমন্বয় করে সপ্তাহে তিন দিন দুপুর তিনটা পযর্ন্ত ওএমএস এর চাল বিক্রি করা হবে। একজন ডিলার,এক হাজার কেজি চাল দুই শত কর্মহীন, শ্রমজীবী ও নি¤œআয়ের মানুষের মাঝে বিতরন করবেন ।প্রত্যেকে পাচঁ কেজি করে চাল পাবে বলে তিনি জানান। চাল বিক্রয়ের সময় তদারকি করেন ডোমার থানা পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা।

পুরোনো সংবাদ

নীলফামারী 5893005374547935190

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item