ডোমার থানা পুলিশের সহায়তায় বৃদ্ধার লাশ দাফন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার থানা পুলিশের সহায়তায় এক অসুস্থ বৃদ্ধার লাশ দাফন সম্পন্ন হয়েছে।
ঘটনাটি উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া জাদুর বাদ এলাকায়। জানা যায়, উক্ত এলাকার রফিকুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৫৫) দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে জাহানারা বেগম ভীষন অসুুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ শুনে জাহানারার স্বজনরা তাকে হাসপাতালে রেখে চলে যায় এবং করোনা রোগী আঙ্ককে হাসপাতালে তোলপাড় শুরু হয়। জেলা পুলিশের সহযোগিতায় দুপুরে লাশটি উদ্ধার করে তার নিজ বাড়ী চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় পাঠানো হয়। সেখানে এলাকার লোকজন করোনা আঙ্ককে কেউ জানাজায় আসতে চায় না। সংবাদ পেয়ে বিকালে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নের্তৃত্বে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মৃত জাহানারার বাড়িতে গিয়ে তার স্বজনদের সাথে আলোচনা করে অযথা আঙ্ককিত না হয়ে ডোমার থানা পুলিশেরে সহায়তায় জাহানারা বেগমের লাশ দাফনের ব্যবস্থা করা হয়। অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে মানুষকে বুঝিয়ে লাশ দাফনের ব্যবস্থা করি। এর আগেও গত সপ্তাহে কেতকীবাড়ী ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। এলাকার মানুষ ও আতœীয় স্বজন কেউ জানাজায় অংশ না নেয়ায় শেষে মৃত ব্যাক্তি দুই ছেলে সহ পুলিশ সদস্য মিলে তার দাফন সম্পন্ন করি।

পুরোনো সংবাদ

নীলফামারী 2867570185698043438

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item