বৃষ্টির কারনে ডোমারে শাহকলন্দর ব্রীজে ধ্বস\ চলাচল বন্ধ

নীলফামারী প্রতিনিধি ২৮ এপ্রিল\ বৃষ্টির পানির জেরে নীলফামারীর ডোমার উপজেলার শাহকলন্দর নদীর উপর নির্মিত শাহকলন্দর ব্রীজটিতে ধস নেমেছে।মঙ্গলবার(২৮ এপ্রিল/২০২০) সকালে ওই স্থানে লাল পতাকা টাঙিয়ে চলাচলের নিষেধাজ্ঞা ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
এলাকার সাজ্জাদ চৌধুরী জয় ও আহসান হাবিব লাব্বু জানান, গত কয়েকদিনের বৃষ্টির পানির ¯্রােতে নদীতে ¯্রােতের সৃস্টি হয়। এতে আজ মঙ্গলবার শাহ কলন্দর ব্রীজটির পার ও পিলারে ধস শুরু হলে কিছু অংশ ভেঙ্গে পড়ে। পানির ¯্রােতে যে কোন সময় ব্রীজটি নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।। এতে আমরা এলাকাবাসী অতিরিক্ত ঘুরে বিকল্প পথ দিয়ে চলাচল করছি। তারা জানান, ফার্মের হাট, বসুনিয়া, চওড়া, কলন্দর পাড়া, ধনীপাড়াসহ প্রায় ১২টি গ্রামের ১০ হাজার মানুষ এ ব্রীজ দিয়ে চলাচল করতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বৃষ্টির কারণে ব্রীজটির কিছু অংশ বিধ্বস্থ হয়েছে। যানবাহন চলাচলে নিষেধজ্ঞা ঘোষনা করা হয়েছে। তবে পায়ে হেঁটে চলাচল করা যাবে। তিনি জানান, উপজেলা প্রকৌশলী ব্রীজটি দেখে জানায়, ব্রীজটি মেরামত করার মতো অবস্থায় নেই। নতুন করে আবার তৈরী করতে হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 55335751156044155

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item