ডোমারের জোড়াবাড়িতে লকডাউনকৃত ও হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে লকডাউনকৃত ও হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারেরর মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে জোড়াবাড়ী ইউনিয়ন  করোনা দূর্যোগ কল্যান তহবিল নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহিম এর নিদের্শনায় জোড়াবাড়ি ইউনিয়নের ৭ং ওর্য়াডের কলোনী পাড়ায় করোনা লকডাউনকৃত ৩৫টি পরিবার ও হোম কোয়ারেন্টিনে থাকা ২৭টি পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে গতকাল রবিবার(১৯ এপ্রিল) ৭০ প্যাকেট ত্রান সামগ্রী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে বিতরন করা হয়। বিতরনকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,সব্জি ইত্যাদি।  খাদ্য সহায়তা পরিবারগুলোর নিজ বাড়িতে পৌছে দেওয়া হয়।উল্লেখিত ত্রান সামগ্রী বিতরন করেন,মেডিক্যাল অফিসার ডাঃ তানভির জোহা,স্বাস্থ্য পরিদর্শক ইনচাজ মোঃ বেলাল উদ্দিন , এমটিপিআই মোঃ আবু বক্কর সিদ্দিক,মোঃ আনজারুল হক মিলন (স্বাস্থ্য সহকারি),মোঃ জিকরুল হক সম্রাট (স্বাস্থ্য সহকারি),মোঃ রাবিউল কবির মানি (স্বাস্থ্য সহকারি),মোঃ ফজলার রহমান (পোটার),মমিনুর রহমান (ল্যাব টেকনিশিয়ান )ও ইউপি সদ্যস মোঃ আব্দুল হাই সরকার (৭নং ওয়ার্ড) ও আনছার বাহিনীর সদস্যবৃন্দ। এছাড়াও প্রতিষ্ঠানটি কর্মহীন বেশকিছু পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে।

জোড়াবাড়ী ইউনিয়ন করোনা দূর্যোগ তহবিলের সদস্যবৃন্দ:
মোঃ জাহাঙ্গির আলম লাবু (এ্যাডমিন),মোঃ আকতারুজ্জামান লিখন (এ্যাডমিন)
মোঃ শাহজাহান সরকার শাওন (এ্যাডমিন),মোঃ রেহাত আলী (এ্যাডমিন),মোঃ এমদাদুল- সদস্য,মোঃ আছাদ গেদু ,মোঃ ফরহাদ ,মোঃ সাঈদ,
সার্বিক তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা করেন
ডাঃ মোঃ ওয়ারেজ আলী মুক্তা ,রেজাউল করিম বাচ্চু,জাকির হোসেন বাবু,প্রদীপ কুমার রায় ,মফিজার রহমান মানু ও স্থানীয় ব্যি

পুরোনো সংবাদ

নীলফামারী 657104978785260175

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item