নীলফামারীতে করোনায় আক্রান্ত চার\ চিকিৎসাধীন এক জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি \ নীলফামারীতে নতুন করে এক নারী সহ আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার একজন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪জনে।
সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রির্পোটে মঙ্গলবার(২৮ এপ্রিল/২০২০) সকালে ও  বিকালে জলঢাকা উপজেলার এক নারী সহ ৩ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রির্পোটে জেলার কিশোরীগঞ্জ উপজেলার ১জন সহ চারজন করোনায় আক্রান্ত হয়। এদের মধ্যে এই রির্পোট প্রকাশ হবার আগেই চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেলে কিশোরীগঞ্জ উপজেলার উক্ত ব্যক্তিটি গত ২৬ এপ্রিল  মৃত্যু বরন করেন।
সুত্র মতে, ৬২ বছরের ওই ব্যাক্তি উপজেলার বড়ভিটা ইউনিয়নের সোহরাব মাষ্টারপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলের গত ২৫ এপ্রিল পেটে ব্যথা নিয়ে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ এপ্রিল ওই ব্যাক্তির মৃত্যু ঘটে। মৃত্যুর পর রংপুর মেডিকেল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে এসে ২৭ এপ্রিল পারিবরিক কবরস্থানে দাফন করেছিল।
আজ ২৮ এপ্রিল(মঙ্গলবার) মৃত সেই ব্যাক্তির শরীরের নমুনায় করোনা পজেটিভ আসে। এ ঘটনায় এলাকার মানুষজন আতংকিত হয়ে পড়েছে।
এদিকে জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে ৪১জনসহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৫হাজার ১১৭জন।
৪ জন করোনা রোগী ছাড়া পেলঃ- নীলফামারীতে চিকিৎসাধীন ১৩ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, আক্রান্তরা সবাই  ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, কুমিল্লা থেকে নীলফামারীতে আসে।  আক্রান্তদের মধ্যে জেলার কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ ৪জন সুস্থ্য হয়ে উঠেছেন। তাদের দুই দফায় নমুনা পরীক্ষা শেষে করোনার নেগেটিভ পাওয়া যাওয়ার পর আজ মঙ্গলবার হাসপাতালের আইসেলেসন ওয়াড থেকে ছাড়পত্র দেয়া হলে তারা নিজ নিজ বাড়ি ফিরে যায়। #

পুরোনো সংবাদ

হাইলাইটস 5121162593123249379

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item