করোনায় নীলফামারীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ জন


নীলফামারী প্রতিনিধি ২৯ এপ্রিল॥ নীলফামারীতে করোনা আক্রান্ত ৬ ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার(২৯ এপ্রিল/২০২০) দুপুর ১টায় জেলার সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত নীলফামারীতে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন চিকিৎসক, শিক্ষক, ছাত্র ও শ্রমিক ও দুই নারী সহ মোট ১৩ জন।
সুত্র মতে জেলায় প্রথম করোনা রোগী কিশোরীগঞ্জ উপজেলা হাসপাতালের এক চিকিৎসক। এরপর ধাপে ধাপে আক্রান্ত হন ডিমলা উপজেলার দক্ষিন সুন্দরখাতা গ্রামের রানা(১৭) একই গ্রামের আরিফ(১৮), সৈয়দপুর উপজেলার খাতা মধুপুরের হাফিজুল(৩৮), জলঢাকা উপজেলার ধর্মপাল গ্রামের লোকমান(২১)জেলা সদরের টুপামারী এলাকার রাকিব(১৫)। এদের মধ্যে উক্ত চিকিৎসকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ও হাফিজুলকে জেলার সৈয়দপুর হাসপাতালের আইসোলেশন ওয়াডে ও বাকীদের জেলার জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়াডে রেখে চিকিৎসা প্রদান করা হয়। ধীরে ধীরে এরা সুস্থ হয়ে উঠলে তাদের নমুনা নিয়ে পুনরায় পরীক্ষা করা হলে করোনা নেগেটিভ পাওয়া যায়। ফলে এদের গত দুইদিনে হাসপাতাল থেকে ধাপে ধাপে ছেড়ে দেয়া হয়েছে।বর্তমানে জেলায় দুই নারী ও এক শিক্ষক সহ ৭ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ৬৭ জন সহ হোম কোয়ারেন্টিনে মোট ৫১৬৪জন রয়েছেন

পুরোনো সংবাদ

নীলফামারী 6455301661834402081

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item