কালীগঞ্জে দুইশত পরিবারকে সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদের খাদ্য সহায়তা

নূর আলমগীর অনু-দেশব্যাপী করোনা সংক্রমণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র দুই শত পরিবারের মাঝে ব্যক্তি উদ্দ্যগে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোঃ আবু সাঈদ।

১৯ এপ্রিল ( রবিবার) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের দক্ষিন লতাবর জামে মসজিদ প্রাঙ্গনে এ ত্রান বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্যাকেটের মধ্যে ৬ কেজি চাল, ২ কেজি দেশি আলু, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ ছিল।

এ সময় চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী সহ স্থানীয় সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক ছাত্রনেতা, আঃ লীগের দুঃসময়ের কান্ডারী, উদীয়মান তরুন সমাজসেবক, আবু সাঈদ বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে আমি আমার সাধ্য মত ব্যক্তিগত ভাবে কর্মহীন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি মাত্র। দেশের এ ক্রান্তিলগ্নে  বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিকদের  ঘরে বসে না থেকে যার যা আছে, সামর্থ অনুযায়ী মানুষের পাশে খাদ্য সহায়তা করার আহবান জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু তপন কুমার রায় বলেন, এ উপজেলায় দলীয় অনেক সংগঠন আছে, কিন্তু কাউকে তেমন মাঠে দেখা না গেলেও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সাঈদ ব্যক্তি উদ্যগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।  করছেন খাদ্য সহায়তা।  এজন্য সত্যিই তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য।

পুরোনো সংবাদ

লালমনিরহাট 5502608481665597864

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item