রংপুর বিভাগে আরও ৩ জন করোনায় আক্রান্ত
https://www.obolokon24.com/2020/04/corona_18.html
মামুনুর রশীদ মেরাজুল: রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৯১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও ৩ জনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকলে ১ জন, দিনাজপুরের ঘোড়াঘাটে ১ জন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু।
অধ্যক্ষ আরও জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৭ দিনে (১৮ এপ্রিল পর্যন্ত) ১,১৯৭টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগে এখন আক্রান্ত সংখ্যা ৪৮ জন।
আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৩, নীলফামারীতে ৯, দিনাজপুরে ১০, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ৫, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন।