নীলফামারীতে এক কিশোরী সহ ৩ জন করোনা পজেটিভ


নীলফামারী প্রতিনিধি ১৭ এপ্রিল এক কিশোরী সহ নীলফামারীতে আজ শুক্রবার(১৭ এপ্রিল/২০২০) আরো তিন ব্যক্তি করোনা ভাইরাস সংক্রামনে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা রোগী দাঁড়ালো ৯ জন। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।
জানা যায়, আক্রান্ত ওই তিন ব্যক্তির মধ্যে দুইজন জেলা সদরের চাপড়া সরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার ডিংডিং গ্রামের ও অপরজন ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের প‚র্বশালহাটি গ্রামের এক কিশোরী (১৫)। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। 
স‚ত্র মতে, জেলা সদরের চেয়ারম্যানপাড়া ডিংডিং গ্রামের ২৬ ও ১৬ বছরের দুই জন নারায়ানগঞ্জে এক বেকারীর শ্রমিক। তারা সম্প্রতি নিজবাড়িতে ফিরে এসে করোনার উপসর্গ নিয়ে। অন্যদিকে ডিমলার ওই কিশোরী ঢাকার আগুলিয়ার একটি তৈরী পোষাক কারখানার শ্রমিক। সেও করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজগ্রামে ফিরে আসে। স্থানীয় স্বাস্থবিভাগ গত দুইদিন আগে তাদের নমুনা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে প্রেরন করে। আজ শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে ওই তিনজনের করোনা পজেটিভের রির্পোট আসে। 
সুত্র মতে, এ নিয়ে জেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। # 


পুরোনো সংবাদ

হাইলাইটস 4555958629699116781

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item