জলঢাকায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক ডাঃ জেডএ সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডাঃ মেজবাহুর রহমান, ডাঃ ইশরাত জাহান লোপা, ডাঃ আরিফ হাসনাত ও ডাঃ মাহফুজুল হক সেনিন প্রমুখ। এসময় স্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবীর জানান, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরন করা হবে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও স্বাস্থ্যবিভাগের আয়োজনে অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7320972453191230238

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item