পাগলাপীরে করোনায় ক্রেতা সংকটে ফলমুল ব্যবসায়ীরা দিশেহারা


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লক ডাউনে রংপুরের পাগলাপীরে ক্রেতা সংকটে  ফলমুল ব্যবসায়ীরা ব্যবসা-বানিজ্য নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। জানাগেছে পাগলাপীর বন্দরের গোল চত্তরে ফলমুল বাজারে সু-স্বাদু মিষ্টি জাতীয় ফল তরমুজ, বেল, আতা সহ মৌসুমী নানা ফলমুলে আমদানী ব্যপক হলেও ক্রেতা সংকটে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বানিজ্য নিয়ে এখন হিমশিম খেয়ে পড়ছেন। ব্যবসায়ী বদরুল আলম, কোনা মিয়া ও রমজান সাংবাদিককে বলেন প্রতি কেজি তরমুজ ১৫ টাকা, ফুজি আপেল ১৪০ টাকা, মালটা ১৪০ টাকা, আঙ্গুর ৩০০ টাকা, বেল ১ পিচ ২৫ টাকা দরে বিক্রী করা করছেন। ব্যবসায়ীরা বলেন গত বছরের তুলনায় এবার মৌসুমের শুরুতে তরমুজের মুল্য কম থাকলেও ক্রেতার সংকটে বিক্রি তুলনা মুলক কম হচ্ছে। লক ডাউনের কারনে দূরবর্তী ক্রেতারা আসতে না পাড়ায় ব্যবসা মন্দা ভাব যাচ্ছে। লক ডাউনের পূর্বে এক জন ব্যবসায়ী নূন্যতম ৮ থেকে ১০ হাজার টাকা ব্যবসা করত। বর্তমানে ১০০০ টাকা বিক্রি করা খুব দুষ্কর হয়ে পড়েছে। অর্থাৎ মোকাম থেকে আমরা ব্যবসায়ীরা যে মূল্যে ফলমুল আমদানী করছি সেই তুলনায় বিক্রি কম হওয়ার কারনে আসল উঠছে না। ফলে লক ডাউনের কারনে বেচা বিক্রি কম হওয়ায় পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে। তাই এই দূর্যোগ মুহুর্তে  ফলমুল সহ পাগলাপীরের  সকল ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ত্রানের আওতায় আনার জন্য তারা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 103746755601253559

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item