সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য সহকারিদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ব্যক্তিগতভাবে ৫০টি পিপিই দিয়েছেন। গতকাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন  উপজেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ে গিয়ে ওই পিপিই হস্তান্তর করেন। 
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে ওই পিপিই গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার। 
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ও স্বাস্থ্য সহকারিরা উপস্থিত ছিলেন। 
 সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য সহকারি প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব-কর্তব্য পালন করছেন। সৈয়দপুর উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের শরীর থেকে সংগ্রহ করছেন করোনা ভাইরাসের নমুনা। এ অবস্থায় তাদের স্বাস্থ্য সুরক্ষা জরুরী। আর তাই  তাঁর ব্যক্তিগতভাবে এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সুরক্ষার জন্য সহায়তার হাত বাড়িয়ে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।                                              

পুরোনো সংবাদ

নীলফামারী 135773917480257810

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item