সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন
https://www.obolokon24.com/2020/04/blog-post_12.html
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য সহকারিদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ব্যক্তিগতভাবে ৫০টি পিপিই দিয়েছেন। গতকাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপজেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ে গিয়ে ওই পিপিই হস্তান্তর করেন।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে ওই পিপিই গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ও স্বাস্থ্য সহকারিরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য সহকারি প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব-কর্তব্য পালন করছেন। সৈয়দপুর উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের শরীর থেকে সংগ্রহ করছেন করোনা ভাইরাসের নমুনা। এ অবস্থায় তাদের স্বাস্থ্য সুরক্ষা জরুরী। আর তাই তাঁর ব্যক্তিগতভাবে এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সুরক্ষার জন্য সহায়তার হাত বাড়িয়ে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।