বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর উদ্যোগে সৈয়দপুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি বিষয়ক লিফলেট বিতরণ
https://www.obolokon24.com/2020/04/Ssidpur_6.html
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে নীলফামারীর সৈয়দপুর শহরের বিভিন্ন পয়েন্টে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক ও স্বাস্থ্য বিধি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর নীলফামারীর সৈয়দপুর জোনাল কার্যালয়ের উদ্যোগে ওই মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
টিএমএসএস সৈয়দপুর জোনাল অফিসের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আনোয়ার হোসেন উপস্থিত থেকে ওই মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে শহরের কয়েকটি পয়েন্টে পর্যায়ক্রমে বেশি কিছু পরিমাণ মাস্ক ও স্বাস্থ্য বিধি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় টিএমএসএস এর সৈয়দপুর অঞ্চল অফিসের অঞ্চল প্রধান মো. সিরাজুল ইসলাম, তিনটি শাখার শাখা প্রধান মো. কোরবান আলী, ভৈবর সরকার, মো. মোরশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট জোনের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএমএসএস সৈয়দপুর জোনাল অফিসের বিভিন্ন শাখার অফিসের আওতায় ওই মাস্ক ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।