পাগলাপীরে করোনা প্রতিরোধে পাড়া মহল্লায় লক ডাউন


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ  করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীর সহ সংলগ্ন আবাসিক বিভিন্ন পাড়া মহল্লায় অব্যাহত লক ডাউন চলছে। স্বরজমিনে ঘুরে দেখা গেছে করোনা প্রতিরোধে পাগলাপীর বন্দর সংলগ্ন আবাসিক ধনী পাড়া, নামাপাড়া, কুঠিয়ালপাড়া, মন্ডলপাড়া, চওড়াপাড়া, বৈরাগীপাড়া, মাহাশ্বোপাড়া, মুলাপাড়া, ক্বারীপাড়া, চেরকাপাড়া, গান্ডারপাড়া, তেলীপাড়া ও হরকলি সহ বিভিন্ন পাড়া মহল্লায় অজানা অচেনা মানুষ হঠাৎ করে প্রবেশ করতে পা পারে সে জন্য মূল রাস্তার প্রবেশ পথে বাশের বেড়া দিয়ে লক ডাউন পালন করা হচ্ছে। এছাড়াও পাড়া মহল্লার বাসিন্দারা হাট বাজার কিংবা দূরে কোথায় প্রয়োজনীয় কাজ কর্ম সেরে বাড়িতে কিংবা বাসায় আসার পূর্বে নির্দিষ্ট লক ডাউন পালন স্থানে রাখা হয়েছে হ্যান্ড ওয়াস ও ডেটল। পাগলাপীর চওড়াপাড়ার বাসিন্দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আল আমিন, নামাপাড়ার বাসিন্দা সাংবাদিক জিয়াউর রহমান জিয়াম, মাহাশ্বোপাড়ায় বাসিন্দা স্বেচ্ছাসেবী সংগঠন “তৃনমূল” এর কর্মী পল্লব সরকার সাংবাদিককে বলেন সারা দেশ ব্যাপী চলছে করোনা প্রতিরোধ। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা পাড়া মহল্লার বাসিন্দারা জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেই সুস্থ জীবন যাপনের জন্য রাস্তার প্রবেশ পথে পাশের বেড়া দিয়ে অব্যাহত লক ডাউন পালন করছি। দূরের কোন আত্বীয়-স্বজন পাড়ার কোন বাসিন্দার বাড়িতে আসলে তা নিয়ম মাফিক প্রবেশ করবেন। জাতে কেউ করোনা ভাইরাসে আক্রান্তের স্বীকার না হয়। এই নিয়ম মাফিক পাড়া মহল্লার বাসিন্দারা চলাফেরা করলে মানুষজন সুস্থভাবে জীবন যাপন করতে পারবে বলে তারা মনে করেন। অপরদিকে পাড়া মহল্লার কিছু সংখ্যক মানুষ মনে করেন করোনা ভাইরাস প্রতিরোধের নামে পাড়া মহল্লার রাস্তার প্রবেশ পথে বাশের বেড়া দিয়ে লক ডাউন পালনের নামে চলছে অমানুষিকতা। এমনিতেই দেশ ব্যাপী চলছে ২৬ শে মার্চ হতে লক ডাউন। সেই লক ডাউনের ফলে মানুষজন কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটের মধ্যে জীবন যাপন করছেন। তার উপর আবার এই লক ডাউনে চোখে পড়ার মতো সরকারী কোন ত্রান সামগ্রী না পাওয়ায় পাড়া মহল্লার বাসিন্দারা খাদ্যের অভাবে একঘর হয়ে পড়ছে। 

পুরোনো সংবাদ

রংপুর 5729001974959313478

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item