মুজিব বর্ষের ভালো কাজের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন নীলফামারী থানার ওসি


নীলফামারী প্রতিনিধি ৩ এপ্রিল॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে একটি ভালো কাজ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম মোমিন।
একটি ভালো কাজের অংশ হিসেবে মুজিববর্ষ উদযাপনের মাস “মার্চ” এ প্রাপ্ত নিজের রেশন আজ শুক্রবার বিকেলে(৩ এপ্রিল/২০২০) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ এতিমখানায় এসে কর্তৃপরে কাছে রেশনের সামগ্রী হস্তান্তর করেন তিনি। পুলিশের এই রেশনের মধ্যে ছিলো ৩৫কেজি চাল, ৩০ কেজি আটা, ৮লিটার ভোজ্য তেল, আট কেজি মশুর ডাল এবং পাঁচ কেজি চিনি।
নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম জানান, গেল ১৫মার্চ মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভায় একটি করে ভালো কাজ করার আহবান জানিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূল। ভালো কাজের অংশ হিসেবে মুজিববর্ষের পাওয়া নিজের রেশন দরিদ্রদের মাঝে বিতরণের প্রতিশ্রুতি দেই আমি। সেটি মার্চ মাস থেকে শুরু হলো। বাকি এগার মাসেরও রেশন বিতরণ করা হবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে।
প্রসঙ্গত “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” শ্লোগানে মুজিব বর্ষ উদযাপন করছে বাংলাদেশ পুলিশ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4611755274432665406

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item