নীলফামারী পুলিশের সহায়তায় আরো ১০৫৪ শ্রমিক ধান কাটতে গেলেন


নীলফামারী প্রতিনিধি ২৭ এপ্রিল॥ নীলফামারী জেলা সদরের জেনারেল হাসপাতালে ধানকাটা শ্রমিকদের শারীরিক পরীার পর দেশের বিভিন্ন স্থানে বাসযোগে শ্রমিক প্রেরন অব্যহত রেখেছে জেলা পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নীলফামারী পুলিশের সহায়তায় ষষ্ঠ ধাপে মোট দুই হাজার ৪৯৭জন শ্রমিক প্রেরন করা হয়েছে। পাশাপাশি শ্রমিক প্রেরন অব্যহত রয়েছে।
আজ সোমবার(২৭ এপ্রিল/২০২০) জেলা পুলিশের কন্ট্রোল রুমের প্রধান(ডিআইও-ওয়ান) লাইসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় ধান কাটাই মাড়াইয়ের জন্য শ্রমিক প্রেরন করা হয়েছে এক হাজার ৫৪। এর মধ্যে নীলফামারী সদর থেকে ১৩৭জন শ্রমিকের মধ্যে গাজীপুর জেলায় ১২, বগুড়া জেলায় ২৮, নওগাঁ জেলায় ৯৭জন, ডোমার উপজেলা হতে ৩৪২জন শ্রমিকের মধ্যে নওগাঁ জেলায় ২১৭জন, নাটোর জেলায় ৩৩জন, বগুড়া জেলায় ১২জন, ডিমলা উপজেলা হতে ২৮০জন শ্রমিকের মধ্যে বগুড়া জেলায় ৭৭জন, ভোলা জেলায় ৪৭জন, মানিকগঞ্জ জেলায় ১১জন, নাটোর জেলায় ৩৩জন, নওগাঁ জেলায় ১১২জন, জলঢাকা উপজেলা হতে নওগাঁ জেলায় ৯১জন. কিশোরীগঞ্জ উপজেলা হতে ১৯০জন শ্রমিকের মধ্যে কুমিল্লা জেলায় ১৫১জন, বগুড়া জেলায় ৩৯জন এবং সৈয়দপুর উপজেলা হতে বগুড়া জেলা ১৪জন কৃষি শ্রমিকদের প্রেরণ করা হয়েছে। এর আগে পাঁচ দফায় ১৭৭ জন, ১৪২ জন, ২৫০ জন, ৩৫৯ জন ও ৫১৫ জনকে প্রেরন করা হয়। ওই সকল ধানকাটা শ্রমিকদের বাস ও মাইক্রোযোগে পুলিশের সহায়তায় ঢাকা জেলা, গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, ভোলা, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, শরিয়তপুর, ফরিদপুর,গাইবান্ধা জেলায় প্রেরন করা হয়েছে। তারা সকলে নিরাপদে ধানকাটার শুরু করেছে। এছাড়া নীলফামারী থেকে শ্রমিকদের দেশের বিভিন্ন স্থানে প্রেরনের কার্যক্রম অব্যহত রয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3438897623857986914

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item