জনসমাগম এড়াতে নবাবগঞ্জের ভাদুরিয়া কাঁচাবাজার কলেজ মাঠে স্থানান্তর


অলিউর রহমান মেরাজ  নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ

করোনাভাইরাস সংক্রামনের কারণে জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে মূল বাজারকে সরিয়ে দিনাজপরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। রবিবার সকালে থেকে অস্থায়ী বাজার চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার এর আহবানে সাড়া দিয়ে ব্যাবসায়ীরা কলেজ মাঠে অস্থায়ী বাজার বসাতে সন্মত হয়। 
নবাবগঞ্জে তিন 'জন করোনা রোগী শনাক্তের পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে। ঠিক এসময় ভাদুরিয়া বাজারকে কলেজ মাঠে সরিয়ে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার এ উদ্যেগকে উপজেলার সর্বসাধারণ সাধুবাদ জানিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে মানুষকে ঘরে রাখা। অন্যের থেকে দূরত্ব বজায় রাখা, সামাজিক দূরত্ব মেনে চলা। তারই অংশ হিসেবে বাজারকে কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5289266862932455864

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item