আফতাবগঞ্জের ছাত্র সমাজের উদ্যোগে বড় কচুয়া গ্রাম লকডাউন


অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :  প্রানঘাতী করোনা ভাইরাসে সংক্রমণের প্রতিরোধে 
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের ৯নং কুশদহ ইউনিয়নের বড় কচুয়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এলাকার ছাত্রসমাজের উদ্যোগে লকডাউন করা  ঘোষণা করা হয়। 

সরজমিনে গিয়ে দেখা যায়, ৫ টা গেটের মধ্যে ৩ টাতে চেকপোস্ট রয়েছে  এগুলো ইমারজেন্সি কেউ আসলে বা গেলে হাত পরিষ্কার ও স্ফেরে করে তারপর ঢোকানো হচ্ছে। 

এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে উপজেলা প্রশাসন।

 এ বিষয়ে  ৯ নং  কুশদহ ইউনিয়নের ছাত্রলীগের  ছিনিয়র সহসভাপতি মো: শরিফুল ইসলাম জানান, 
"আমি আমার পরিবার ও গ্রাম বাসিদের নিয়ে আতঙ্কে রয়েছি। সবখানে মানুষের অবাধে ঘোরাফেরা চলছে। যে কারো মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে। তাই আমি ও আমাদের গ্রামের সকল ছাত্র সমাজের উদ্যোগে আমরা আমাদের গ্রাম লকডাউন করে ফেলেছি।

সেইসঙ্গে যারা না বুঝে রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করা হচ্ছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 6309463493474655162

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item