নীলফামারী জেলায় যানবাহন প্রবেশ ও বর্হিগমন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ


নীলফামারী প্রতিনিধি ১০ এপ্রিল॥ নীলফামারী জেলায় সকল ধরণের যানবাহন প্রবেশ ও বর্হিগমন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এনিয়ে প্রবেশপথ গুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোষ্ট। এছাড়া জেলার অভ্যন্তরীন সড়কেও সবধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল বৃহ¯পতিবার(১০ এপ্রিল/২০২০) রাতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এই নির্দেশনা জারী করেন। যা আজ শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে।
এদিকে দোকান পাট, সাপ্তাহিক হাট বাজার বন্ধের আওতায় থাকলেও নিত্য পণ্যের দোকান সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে। তবে সার্বক্ষনিক খোলা রাখা যাবে ঔষধের দোকান। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সকলের সহযোগীতান চান তিনি।
প্রসঙ্গত নীলফামারীর কিশোরীগঞ্জে এক চিকিৎসক ও সৈয়দপুরে এক যুবক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

পুরোনো সংবাদ

হাইলাইটস 3994366443375254179

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item