নাগেশ্বরীতে ২টি বাড়ী লকডাউন
https://www.obolokon24.com/2020/04/Kurigrsm_16.html
নাগেশ্বরীতে করোনা সন্দেহে ২ জনের নমুনা সংগ্রহ করে বাড়ি ২টি লকডাউন করা হয়েছে। বাড়ী দুইটির একটি উপজেলার সন্তোষপুর ইউনিয়নে, অন্যটি নেওয়াশী ইউনিয়নে অবস্থিত।
জানা যায়, পার্শ্ববর্তী উপজেলার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের করোনা পজেটিভ তাজুলের অবাদ যাতায়াত ছিল শশুর সন্তোষপুর ইউনিয়নের গাগলা মাঝিটারী গ্রামের তোফাজ্জল হোসেন ও বোন জামাই নেওয়াশী ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আজিদ আলীর বাড়িতে। এতে ওই পরিবারের সদস্যরাও করোনায় সংক্রমিত হতে পারে এ আশঙ্কায় বুধবার করোনা পজেটিভ ওই ব্যাক্তির শশুর তোফাজ্জল হোসেন ও বৃহস্পতিবার বোন মঞ্জুয়ারা বেগমের নমুণা সংগ্রহ করে বাড়ি দুইটিকে লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর জানান, এ দুইটিসহ উপজেলার মোট ১৭ জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। আগের ১৫টিরই ফলাফল নেগেটিভ এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম এর সত্যতা নিশ্চিত করেন।