জলঢাকায় গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের ভাবনচুর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়ের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর। এতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ ও স্বাস্থ্য সহকারি রাশেদুল হক।  এসময় স্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবীর জানান, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করছে জলঢাকা স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিতায় উপজেলা স্বাস্থ্যবিভাগ গর্ভবতী মায়েদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ছাড়াও উপজেলার ৪৩টি কমিউনিটি ক্লিনিকে ৮৬ জন গর্ভবতী মায়ের মাঝে পুষ্টি সমৃদ্ধ এসব খাদ্য সামগ্রী বিতরন করে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও স্বাস্থ্যবিভাগের আয়োজনে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3588941056458125657

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item