নবাবগঞ্জে সামাজিক দুরত্ব না মানায় ৮ ব্যক্তিকে জরিমানা
https://www.obolokon24.com/2020/04/Fjnsjpur.html
দিনাজপুরের নবাবগঞ্জে সামাজিক দূরত্ব না মেনে অহেতুক বাজারে ঘুরাঘুরি ও গণপরিবহন চলাচল করায় ৮ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন উপজেলার নবাবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে কোন কারণ ছাড়াই বাজারে অহেতুক ঘুরাঘুরি করায় ও গণপরিবহন চলাচল করায় ঐ ৮ ব্যক্তিকে বিভিন্ন পরিমানে মোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান-করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান করা হয়েছে। পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যহত থাকবে।