ফুলবাড়ীতে পৃথক অগ্নিকান্ডে ৮ বাড়ি পুড়ে ছাই


হাফিজুর রহমান হৃদয়,  কুড়িগ্রাম প্রতিনিধি: 

প্রথমে বাবার পরে মেয়ের বাড়ী, এভাবে একই গ্রামে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হলো ৮টি বাড়ী। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ি গ্রামের নন্দিরকুটিতে পৃথক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে গেছে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও মাছুমা আরেফিন ও পিআইও সবুজ কুমার গুপ্তসহ অনেকেই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নন্দিরকুটি গ্রামের সৈয়দ আলীর বাড়ীর গোয়ালঘরে আগুন লাগে। এতে তার বাড়ীসহ পাশের ফাতেমার বাড়ীও পুড়ে ভষ্ম হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে ছুটে আসলেও শেষ রক্ষা হয়নাই। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

সৈয়দ আলীর বাড়ী পুড়ে যাওয়া শেষ হতে না হতেই তার মেয়ে জামাই আব্দুস ছালামের বাড়ীতে আরেকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টীমসহ স্থানীয়রা তখন আগুন নেভাতে ছুটে যান সেখানে। সেখানেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নুর ইসলাম, আব্দুস ছালাম, মজিদ্লু ইসলাম, মহুবর ইসলাম, এরশাদুল ইসলাম, নজরুল ইসলামের বাড়ী পুড়ে যায়। এসময় দু’টি অগ্নিকান্ডে গরু, ছাগল, ধান, চাউল, নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও মাছুমা আরেফিন ও পিআইও সবুজ কুমার গুপ্ত প্রতিটি পরিবারকে নগদ টাকা, খাবার ও টিন বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী বেগম, শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান এজাহার আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল ইসলাম প্রমুখ।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7830409566556885587

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item