নীলফামারীর ৩২ বীরাঙ্গনা পেল সহায়তা

নীলফামারী প্রতিনিধি ১৭ এপ্রিল\ নীলফামারীর ৩২ জন বীরঙ্গনাদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার(১৭ এপ্রিল/২০২০) বিকালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সামাজিক সহায়তা উদ্যোগ (বীরঙ্গনাদের সহায়তা কার্যক্রম) এর চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ডীন ড. আবু মোঃ দেলোয়ার হোসেনের প্রেরিত উক্ত সহায়তা প্রদান করেন সমন্বয়কারী লেখন ও গবেষক আল আমিন রহমান।
সুত্র মতে, করোনা ভাইরাসের কারনে নি¤œ আয়ের পরিবারের নীলফামারীর ৩২ বীরাঙ্গনাকে নগদ ৫শত টাকা ও পাঁচ কেজি চাল, এক লিটার ভোজ্য তেল, দুই কেজি আলু, এক কেজি করে মসুরডাল, পেয়াজ, লবন আধা কেজি এবং তিনটি করে সাবান প্রদান করা হয়েছে।
পাশাপাশি নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে ওই সকল বীরঙ্গনাদের প্রদান করা হয় ১০ কেজি করে চাল, আলু ৩ কেজি, মসুর ডাল ২ কেজি ও সাবান  ১টি করে। জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বীরাঙ্গনাদের বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা প্রদান করেছেন। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 4343691195812242439

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item