নীলফামারীর ৩২ বীরাঙ্গনা পেল সহায়তা
https://www.obolokon24.com/2020/04/Domsr.html
সুত্র মতে, করোনা ভাইরাসের কারনে নি¤œ আয়ের পরিবারের নীলফামারীর ৩২ বীরাঙ্গনাকে নগদ ৫শত টাকা ও পাঁচ কেজি চাল, এক লিটার ভোজ্য তেল, দুই কেজি আলু, এক কেজি করে মসুরডাল, পেয়াজ, লবন আধা কেজি এবং তিনটি করে সাবান প্রদান করা হয়েছে।
পাশাপাশি নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে ওই সকল বীরঙ্গনাদের প্রদান করা হয় ১০ কেজি করে চাল, আলু ৩ কেজি, মসুর ডাল ২ কেজি ও সাবান ১টি করে। জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বীরাঙ্গনাদের বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা প্রদান করেছেন। #