ডোমার থানা পুলিশকে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী উপহার দিলেন সাবেক ছাত্র নেতা সজিব।
https://www.obolokon24.com/2020/04/Domar_12.html
করোনা ভাইরাস মোকাবেলায় নীলফামারীর ডোমার থানা পুলিশকে সুরক্ষা সামগ্রী উপহার দিল সাবেক ছাত্র নেতা মামুনুর রমীদ বসুনিয়া সজিব।
শনিবার সন্ধ্যায় ডোমার থানায় গিয়ে অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজার রহমানের হাতে ২শত হ্যান্ডগ্লাভস ও ১শত নন-ওভেন মপক্যাপ তুলে দেন তিনি। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই শাহ আলম, দেলোয়ার হোসেন, রেজাউল করিম উপস্থিত ছিলেন ।
থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, আমরা পুলিশ সদস্যরা করোনা প্রতিরোধে দিন-রাত কাজ করে যাচ্ছি। পুলিশ সদস্যদেরও সুরক্ষা সামগ্রী প্রয়োজন। তিনি ডোমারের সকল সচেতন মানুষকে নিজে ও আশেপাশের সকলকে ঘরের ভিতর রাখার জন্য কাজ করার আহবান জানান।
সাবেক ছাত্র নেতা সজিব বসুনিয়া জানান, গত পরশু দিন চিলাহাটিতে করোনার উপসঙ্গ নিয়ে এক বৃদ্ধ মারা যায়। তার জানাজা ও দাফনে আত্মীয়-স্বজন কেউ এগিয়ে আসে নাই। তখন ডোমার থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই ব্যক্তির জানাজা ও দাফন কাজ সম্পন্ন করে। পুলিশ সদস্যরা সব সময় ঝুঁকির মধ্যে থেকে মানুষের সেবা করে। তাই পুলিশ সদস্যদের আমি সামান্য উপহার দিতে পেরে, আমার নিজেরও ভালো লাগছে।
#