বিরামপুরে করোনা প্রতিরোধে মাঠে সেনা ও প্রশাসন
https://www.obolokon24.com/2020/04/Dnajpur.html
সরকারী নির্দেশনায় দিনাজপুরের বিরামপুরে মহামারী করোনা প্রতিরোধে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, সিভিল প্রশাসন ও জন প্রতিনিধিরা। সিভিল প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাটিষ্ট্রেট তৌহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মুহ্সিয়া তাবাসসুম।
বুধবার সকাল ১০ টা থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ফোর্স ইউনিটের ক্যাপ্টেন অলি উল্লাহ সরকার এর নেতৃত্বে সেনাবাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ স্থান হাসপাতাল, ব্যাংক, ঔষধ দোকান ও কাঁচাবাজার এলাকায় জীবানু নাশক স্প্রে ছিটানো এবং সামাজিক দূরত্ব বজায়ে দূরত্ব বৃত্ত অংকনসহ সচেতেনতা বৃদ্ধিতে কাজ করছেন।