ডিমলা উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে সুবসতি’র নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহায়তা


 ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে  নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য হিসেবে সারে ১২ মন আলু সহায়তা প্রদান করলেন সুবসতি সংস্থাটির প্রতিনিধি ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: সুরুজ্জামান। বৃহস্পতিবার (২-এপ্রিল) দুপুর ১ টায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রানী রায়ের দপ্তরে গিয়ে সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।

দেশের চলমান করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে হাট-বাজার সহ দোকানপাট। সে কারনে ছিন্নমূল এবং স্বল্প আয়ের মানুষ সহ ভ্যান-রিক্সা পরিবহণ চালককে পড়তে হয়েছে খাদ্য সংকটের মুখে। অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় অসহায় দিন কাটাচ্ছেন। বর্তমানের সেই করোনা সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে এ সহায়তা প্রদান করেন সুরুজ্জামান।

এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) আমাদের দেশসহ বিশ্বব্যাপি একটা সমস্যা। এই সংকট মোকাবেলা করা কারও একার পক্ষে সম্ভর না। তাই দেশের সকল বিত্তবানরা যদি সুবসতির মত সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে তাহলেই সম্ভব। সেই সাথে সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে আহ্বান জানান তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 5171656056206452806

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item