নিহতের সংখ্যা ৮ দাড়িয়েছে পাগলাপীরে সড়ক দূর্ঘটনায় আরো একজন নিহত


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুরের পাগলাপীরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অটো চালক সাফিউল ইসলাম (২৬) নামে আরো একজন নিহত হয়েছেন। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মোঃ জোনাব আলীর পুত্র বলে খবর পাওয়া গেছে। ফলে এ নিয়ে উক্ত সড়ক দূর্ঘনটায় নিহতের সংখ্যা ৮ জন দাড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সড়ক দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী পাগলাপীরের বিভিন্ন মহল আশঙ্কা করছেন। জানাগেছে গত রবিবার ২৬ শে এপ্রিল সকাল ৭টায় পাগলাপীরের রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীর ব্র্যাক অফিস সংলগ্ন অধ্যাপক নওশাদ আলীর বাড়ীর সামনে সৈয়দপুর গামী ঢাকা মেট্রো-ড-১৪-৭৮৯১ নম্বরের একটি ট্রাকের সামনের চাকা পামছার হলে চালক গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে ফেললে উক্ত স্থানে আকিজ বিড়ি ফ্যাক্টরী ও মেডিকেল মোড়গামী মহিলা শ্রমিক ছাত্র সহ ১২/১৩ জন যাত্রী নিয়ে দুটি অটো পিঠাপিঠী ভাবে যাওয়ার পথে তিনটি পরিবহনের মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এই মর্মান্তিক দূর্ঘটনায় ঘটনাস্থলে সহ রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর্যাক্রমে ৪ জন মহিলা শ্রমিক, ২ জন অটো চালক,২জন কলেজ ছাত্র নিহত হয় এবং ৫ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন  রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়ার ধনতোলা ঠাকুরপাড়া গ্রামের সুশিল মহন্তের স্ত্রী শ্রী মতি বোচো মহন্ত (৩৫), অর্জূন রায়ের স্ত্রী শ্রী মতি রেনু বালা রায় (৩০), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের পারেরহাট গ্রামের শ্রী বিজেন চন্দ্র রায়ের পূত্র অটো চালক মিন্টু চন্দ্র রায় (৩০), উত্তর সিঙ্গেরগাড়ীর পাঠানপাড়া গ্রামের মজিবার রহমানের কন্যা মর্জিনা বেগম (৪৫), রাকিবুলের স্ত্রী কমলা রায় (২৬), হাজীপাড়া গ্রামের মোঃ জোনাব আলীর পুত্র অটো চালক সাফিউল ইসলাম (২৬), গাড়াগ্রামের তরনী কান্ত রায়ের রিপন চন্দ্র রায় বয়স (২৬) তারেই কাকাতো ভাই অনিল চন্দ্র রায়ের পূত্র সঞ্চয় চন্দ্র রায় (২৭)। 

পুরোনো সংবাদ

রংপুর 4211334628664479414

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item