সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু
https://www.obolokon24.com/2020/04/Death_16.html
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত আবুল কাশেম মন্ডল(২৭)নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
ঘটনাস্থল স‚ত্রে জানা গেছে,উপজেলার দক্ষিণ রাজীবপুর গ্রামের মৃত জিল হকের ছেলে আবুল কাশেম মন্ডল গত ১২ এপ্রিল সকালে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় রামভদ্র গ্রামের কদমতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১৬ এপ্রিল) ভোরে আবুল কাশেম মারা যায়। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।