পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ জন সহ করোনা আক্রান্ত বেড়ে ৭


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড়ে নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি তেঁতুলিয়া উপজেলায় এবং বাকী দুজনের বাড়ি দেবীগঞ্জে। 
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। 
তাদের বাড়িসহ প্রতিবেশী কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সিভিল সার্জন জানান, গত ২৩ এপ্রিল ওই তিনজনের মাঝে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাদের রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে সোমবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। 
এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হয়েছে সাত জন। এদের মধ্যে নতুন আক্রান্ত এক জনসহ চার জনের বাড়ি তেঁতুলিয়া উপজেলায় এবং একজনের বাড়ি বোদা উপজেলায়। আর বাকী দুজনের বাড়ি দেবীগঞ্জ উপজেলায়। 
এর আগে গত ১৭ এপ্রিল জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রথম ঢাকা ফেরত একজন নারীর শরীরে করোনা শনাক্ত হয়।
এ পর্যন্ত জেলায় ২৮৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ২৩৪ জনের রিপোর্ট এসেছে। তন্মধ্যে সাত জনের করোনা ফলাফল পজেটিভ। বাকীদের রিপোর্ট এখনো আসেনি। তবে এ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, নতুন আক্রান্ত তিন জনসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন সাত জন। সাত জনই তাদের নিজ বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি। 

পুরোনো সংবাদ

হাইলাইটস 7029397182847306839

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item