আফতাবগঞ্জের কচুয়া গ্রামে এক ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছে গ্রামবাসী


অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এর ৯নং কুশদহ ইউনিয়নের বড় কচুয়া গ্রামে গ্রাম বাসীর উদ্যোগে ঢাকা কিংবা বাহির থেকে আগতদের জন্য গ্রামে প্রবেশের আগে ১৪ দিন ব্যাধতামুলক হোমকোরেনটাইনের জন্য গ্রামের বাহিরে আলাদা ভাবে থাকার  ব্যবস্থা করা হয়েছে। 

শনিবার সকালে গ্রামের ছাত্র সমাজের উদ্যোগে গ্রামের বাহিরে হোমকোরেনটাইনে থাকার ব্যবস্থা করেন গ্রামবাসী। 

এ বিষয়ে ৯নং কুশদহ ইউনিয়নের ছাত্রলীগের ছিনিয়র সহ সভাপতি জানান, যে আমাদের এবং গ্রামের সকল মানুষ দের সুরক্ষা রাখার জন্য এ উদ্যোগ নিয়েছি এবং সেখানে ২০ জন থাকা যাবে  আপাতত ৬ টা ঘর করেছি কারণ সারাদেশে মহামারী করোনা ভাইরাস আমাদের সকলকে সতর্ক করতে হবে এটা একটা ছোয়াছে রোগ দেখা যায় না তাই আমরা গ্রাম লকডাউন করার পরপরই  গ্রামের বাহিরে হোমকোরেনটাইনে থাকার ব্যবস্থা করেছি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 490754249734657401

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item