জলঢাকায় ২জন করোনায় আক্রান্ত।। ৪ বাড়ী লকডাউন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
নীলফামারীর জলঢাকা উপজেলায় একই পরিবারের চাচাতো ২ ভাইবোন করোনা ভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত হয়েছে। আক্রান্ত ২জন উপজেলার গোলনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিড়াভিজা গোলনার  ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। ওই দুইজন ঢাকায় গার্মেন্টস চাকুরী করতেন। তাদের নীলফামারী সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত দুইজনের আশেপাশের ৪টি বাড়ী লকডাউন করা হয়েছে। এই ২জন সহ উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩জন। এর আগে ১৩ এপ্রিল উপজেলার ধর্মপাল ইউনিয়নে ১ শিক্ষার্থীর দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল/২০২০) সকালে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর। 
জলঢাকা স্বাস্থ্য বিভাগ জানায়, গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনার ডাঙ্গাপাড়া গ্রামে ঢাকা থেকে আসা ৩ জন মহিলা ও ১জন পুরুষের গত ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার রংপুর করোনা ভাইরাস পরীক্ষাগার থেকে দুইজন ( চাচাতো ভাইবোন) রওশন (২০) ও ফজিলার (২৪) করোনা পজেটিভ রিপোর্ট আসায় তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে আইসোলেশন পাঠানো হয়। বাকি দুইজনকে হোম কোয়ারেন্টিনেে রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও ডাঃ আরিফ হাসনাত। 

পুরোনো সংবাদ

হাইলাইটস 5105531359370634601

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item