পার্বতীপুরে প্রথম এক করোনা রোগী শনাক্ত


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 

দিনাজপুরের পার্বতীপুরে এই প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় কোভিড-১৯ সংক্রান্ত নমুনার হাল নাগাদ তথ্যে করোনা রোগী শনাক্তের ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। বুধবার রংপুর মেডিকেল কলেজে ৯২ জনের নমুনা পরীক্ষায় ৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুরের একজন। এই নিয়ে দিনাজপুর জেলায় মোট ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল। দিনাজপুর সিভিল সার্জন দপ্তর স‚ত্রে জানা গেছে ইতোপ‚র্বে দিনাজপুর জেলায় ১৪৯ টি সংগৃহীত নমুনার ১৩৩ টি ল্যাবরেটরিতে প্রেরণ করা হলে ফলাফল এসেছে ৭১ টির। ফলাফলে কোভিড-১৯ পজিটিভ ৭ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন মহিলা। বুধবার পার্বতীপুরে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগী একজন যুবক। পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ হেল মাফি জানান, বুধবার সন্ধ্যায় পার্বতীপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার নাম মানিক শাহ্‌ (২৪)। সে পার্বতীপুর পৌরসভাধীন নামা পাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র। তিনি আরও জানান, পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত ১২ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। এর মধ্যে গত ১২ তারিখে ২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার আনোয়ার হোসেনের পুত্র মানিক শাহ্‌র করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল পাওয়া যায়। করোনা আক্রান্ত মানিক শাহ্‌ গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে পার্বতীপুর আসে। সে নারায়ণগঞ্জে শ্রমিক হিসেবে একটি কোম্পানিতে কাজ করত। এই ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নামা পাড়া এলাকার ৩০ টি বাড়ি লক ডাউন করা হয়েছে। যোগাযোগ করা হলে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সিনিয়র সহকারী সচিব আবু তাহের মোঃ সামসুজ্জামান করোনা রোগী শনাক্তের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় সব কিছুই করা হচ্ছে। তিনি আরও বলেন, মানুষকে সচেতন করার জন্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম কার্যক্রম অব্যাহত রয়েছে। 

পার্বতীপুরে প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হওয়ায় মানুষের মাঝে আতঙ্কের বিরাজ করছে। 

পুরোনো সংবাদ

হাইলাইটস 4517611351441201859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item