আপডেট-রংপুরে ট্রাক ও অটোর মুখোমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৭


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ 
রংপুরের পাগলাপীরে ট্রাক ও দুটি অটোর মুখোমুখী সংঘর্ষে এক চালক ও ৪ মহিলা শ্রমিক সহ ৭ জন যাত্রী নিহত এবং গুরুতর আহত হয়েছেন ৫ জন যাত্রী। বর্তমানে আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্খা জনক। আজ রবিবার ২৬ শে এপ্রিল সকাল ৭টায় রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে পাগলাপীর ব্র্যাক অফিস সংলগ্ন অধ্যাপক নওশাদ আলীর বাড়ির সামনে এ মর্মান্তিক দূঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়ার ধনতোলা ঠাকুরপাড়া গ্রামের সুশিল মহন্তের স্ত্রী শ্রী মতি বোচো মহন্ত (৩৫), অর্জূন রায়ের স্ত্রী শ্রী মতি রেনু বালা রায় (৩০), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের পারেরহাট গ্রামের শ্রী বিজেন চন্দ্র রায়ের পূত্র অটো চালক মিন্টু চন্দ্র রায় (৩০), উত্তর সিঙ্গেরগাড়ীর পাঠানপাড়া গ্রামের মজিবার রহমানের কন্যা মর্জিনা বেগম (৪৫), রাকিবুলের স্ত্রী কমলা রায় (২৬), গাড়াগ্রামের তরনী কান্ত রায়ের রিপন চন্দ্র রায় বয়স (২৬) তারেই কাকাতো ভাই অনিল চন্দ্র রায়ের পূত্র সঞ্চয় চন্দ্র রায় (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান দূঘটনার স্বীকার দুটি অটো ১২/১৪ জন যাত্রী নিয়ে পিঠা-পীঠি ভাবে আকিজ কোম্পানী ও মেডিকেল মোড় যাওয়ার পথে উক্ত স্থানে সৈয়দপুর গামী ঢাকা মেট্রো-ড-১৪-৭৮৯১ নম্বরের ট্রাকের সামনের চাকা পামন্সার হলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে অটো গাড়ি দুটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এঘটনায় এক অটো চালক সহ ২ মহিলা শ্রমিক ঘটনাস্থলে নিহত হন এবং রংপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু ঘটে। অপরদিকে এ মর্মান্তিক দূঘটনার সংবাদ দ্রæত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমালে সেখানে যানজট সৃষ্টি হলে কোতয়ালী সদর ও হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এর আগে দূর্ঘটনার সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করেন রংপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস বাহিনীর লোকজন

পুরোনো সংবাদ

রংপুর 6799621391891649630

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item