সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার-৩ জন


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে গুরুত্বর আহত রুহুল আমিন(৩৫)নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ স‚ত্রে জানা গেছে,উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আঃ কাদেরের সাথে প্রতিবেশি শামছুল হকের জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে গত ১৪ এপ্রিল বিকেলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে আঃ কাদেরের ছেলে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকালে রুহুল আমিন মারা যায়। এঘটনায় রহুল আমিনের পিতা আঃ কাদের বাদী হয়ে ১২ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন শামছুল হকের স্ত্রী লিলি বেগম এবং দুই ছেলে মিজানুর ও মিলন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।

পুরোনো সংবাদ

ধর্মকথা 79268484084616109

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item