ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী শিমুলগাছ বিলুপ্তির পথে

আব্দুল আউয়াল  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২১টি ইউনিয়নের মাত্র কয়েকটি ঐতিহ্যবাহী শিমুল গাছ দেখা যায়।

 এই শিমুল গাছগুলি আগের তুলনাই বর্তমানে বিলুপ্তির পথে। ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে শিমুল গাছ দেখা যায় ঠাকুরগাঁও রোড শোখ নদীর পুলের পাসে সেরা দুটি শিমুল গাছ, মোহাম্মাদপুর,আউলিয়াপুর, খোচাবাড়ী হাটে, লোহাগাড়া হাটে, বটতলী হাটে, বয়ালি মোড়ল হাটে, দোগাছী হাটে, পাড়িয়া হাটে, জাউনিয়া বাজারে, স্কুল হাটে, ক্যাম্পের হাটে, হরিণমারী হাটে, কালমেঘ হাটে, মোড়ল হাটে, বাদামবাড়ী হাটে, কুশডাঙ্গী হাটে, ধনি হাটে, হলদিবাড়ী হাটে, কাচকালী বাজারে, আধারদিঘি হাটে, ডাঙ্গীর হাটে, মহাজন হাটে, সদর উপজেলা ফারাবাড়ি এলাকার স্থানের নাম শিমুল তলী এসব এলাকায় শিমুল গাছ দেখা যায়। শিমুল গাছের কাঠ দিয়ে তখনকার আমলে ঘরের কাজে ব্যবহৃত করা হয়। শিমুলের  তুলা দিয়ে লেপ, তসক, বালিস তৈরী করা হয়। এবং শিমুল গাছের মুড়া ঔধুধী কাজে লাগে শিমুলের মুরা অনেক উপকার অনেক।শিমুল গাছের তুলা আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বর্তমান অবস্থায় শিমুল গাছ পরিচর্যা না করায় এখন ঐতিহ্যবাহী শিমুল গাছ বিলুপ্তির পথে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4025360697642563636

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item