ঠাকুরগাঁওয়ের সেই পাঁচজন করোনামুক্ত
https://www.obolokon24.com/2020/03/thakurgaon_31.html
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের একই পরিবারের সেই পাঁচজন করোনামুক্ত। মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
এর আগে জ্বর, শ্বাসকষ্ট, আর বুকে ব্যথা নিয়ে ঢাকার হোটেল ব্যবসায়ী ঠাকুরগাঁওয়ের ওই বাসিন্দা তার পরিবারের পাঁচজন গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরদিন রোববার তাদের সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়।
পরে তাদের শারীরিক অবস্থার উন্নতি হলে ওইদিন সন্ধ্যায় তাদেরকে নিজ জেলা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে স্থান্তারিত করে রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় আইইডিসিআর জানিয়ে দেয় ওই ব্যক্তিসহ তার পরিবারের অন্যরা করোনা সংক্রমিত নন।
এদিকে রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১২০ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে ১৫২ জনকে।
গত ২১ দিনে বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিন হাজার ৯৩ জন। আর ছাড়পত্র দেয়া হয়েছে এক হাজার ৯৪২ জনকে। আইসোলেশনে আছেন ৯ জন।
ঠাকুরগাঁওয়ের একই পরিবারের সেই পাঁচজন করোনামুক্ত। মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
এর আগে জ্বর, শ্বাসকষ্ট, আর বুকে ব্যথা নিয়ে ঢাকার হোটেল ব্যবসায়ী ঠাকুরগাঁওয়ের ওই বাসিন্দা তার পরিবারের পাঁচজন গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরদিন রোববার তাদের সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়।
পরে তাদের শারীরিক অবস্থার উন্নতি হলে ওইদিন সন্ধ্যায় তাদেরকে নিজ জেলা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে স্থান্তারিত করে রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় আইইডিসিআর জানিয়ে দেয় ওই ব্যক্তিসহ তার পরিবারের অন্যরা করোনা সংক্রমিত নন।
এদিকে রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১২০ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে ১৫২ জনকে।
গত ২১ দিনে বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিন হাজার ৯৩ জন। আর ছাড়পত্র দেয়া হয়েছে এক হাজার ৯৪২ জনকে। আইসোলেশনে আছেন ৯ জন।