করোনা ভাইরাস: ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করলেন এ্যাপোলো
https://www.obolokon24.com/2020/03/thakurgaon_23.html
সোমবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে ২৬২ জন পুলিশ সদস্যদের মাঝে নিজ উদ্যোগে মাস্ক বিতরন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
২৬২ জন পুলিশ সদস্য ঠাকুরগাঁও সদর থানা এলাকায় কর্মরত রয়েছেন। মাস্ক বিতরণের এই উদ্যোগের প্রশংসা করেছেন পুলিশ সদস্যরা।
মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সাংগঠনিক সম্পাদক জি এম সিরাজী মিজান, উপ-দপ্তর সম্পাদক আবু সাবা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিঠুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়ন প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাপোলো যে উদ্যোগ গ্রহণ করেছে এটি আসলেই প্রশংসণীয়। আমরা উনাকে ধন্যবাদ জানাতে চাই। আসুন আমরা সবাই একত্রিত হয়ে করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করি। তিনি সবাইকে সচেতন ভাবে চলার জন্য অনুরোধ করেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতনতার সাথে সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে পুলিশ সদস্যদের বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ পুলিশ সদস্য নিজেদের কথা না ভেবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে পুলিশ সদস্যরা যেন রক্ষা পায় সে কারণে আজকে আমরা তাদের মাঝে মাস্ক বিতরণ করেছি।