সৈয়দপুরে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক ১০ আসামি গ্রেপ্তার

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
নীলফামারীর  সৈয়দপুরে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক ১০ আসামিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক ওই সব আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল (রবিবার) সকালে আসামীদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ওই সব আসামিদের মধ্যে মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন, নিয়মিত মামলায় একজন ও পিতাপুত্র সহ বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছেন আট জন। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এ সব আসামিদের ধরতে নিয়োগ করা সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে তাঁরা আত্মগোপনে থাকার পর সম্প্রতি সৈয়দপুরে এসে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) এমাদ উদ্দিন মো. ফারুক ফিরোজ ও বাপি কুমার রায়  গত শনিবার রাতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক মামলায় এক বছরের পলাতক সাজাপ্রাপ্ত  আসামি হাতিখানা ক্যাম্পের  নেছার আলীর  ছেলে আরমান(৩৫), নিয়মিত মামলার পলাতক আসামি গোলাহাট এলাকার আ. সাত্তারের ছেলে আরশাদ (৩০),মাদক মামলার আসামি বোতলাগাড়ী ইউনিয়নের হাজিপাড়া এলাকার মৃত সেতাব উদ্দিনের পুত্র মহির উদ্দিন (৬০) ও তাঁর ছেলে শাহিন (৩৪), উত্তরা আবাসন এলাকার মৃত বাবুলের ছেলে মমিনুল ইসলাম ওরফে বকরি (৪৬), মুন্সিপাড়া এলাকার জাহিদুল ইসলাম পলাশ(২৯),বোতলাগাড়ী ইউনিয়নের কাটারি পাড়ার হাজী আব্দুর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম রাজু (২৯), কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পুকুর পাড়ার ওমেদ আলীর  ছেলে রুবেল(২৯), উত্তরা আবসান এলাকার আব্দুর রহমানের  ছেলে আনোয়ার হোসেন(৪০)ও পুরাতন বাবুপাড়া এলাকার মো. মুরতজা আলীর  ছেলে সবুজ ওরফে মমতাজকে (২৭) গ্রেপ্তার করেন। সাজপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আবুল হাসনাত খান।  তিনি জানান, গ্রেপ্তারকৃতদের নীলফামারী  জেল হাজতে পাঠানো হয়েছে।       

পুরোনো সংবাদ

নীলফামারী 8881303364238663804

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item