সৈয়দপুরে নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানোয় দুই শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারী সৈয়দপুর শহরে সরকারি নির্দেশ অমান্য করে নিজ বাসায় গ্রুপ করে প্রাইভেট পড়ানো দায়ে দুই শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকেলে  শহরের নয়াটোলা ও সাহেবপাড়া এলাকায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়েছে।
 ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,  করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন ধরনের জনসমাগম এড়াতে সরকার ১৬ মার্চ থেকে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট বন্ধের নির্দেশ জারি করেন। কিন্তু সরকারি ওই নির্দেশ জারির পরও সৈয়দপুর শহরের কিছু কিছু কোচিং এর পরিচালক ও শিক্ষক কোচিং ও প্রাইভেট পড়ানো চালু রাখেন। এ অবস্থায় গতকাল  রবিবার বিকেলে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে শহরের এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের নয়াটোলা এবং সাহেবপাড়া এলাকার নিজ নিজ  বাড়িতে দুই জন শিক্ষককে গ্রুপ করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে দেখা যায়। পরবর্তীতে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকারি নির্দেশ অমান্য করে নিজ নিজ বাসায় গ্রুপ করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো দায়ে নয়াটোলার মো. শফিকুর রহমানের পাঁচ হাজার এবং সাহেবপাড়ার মোছা, ফাতেমার পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, থানার উপপরিদর্শক (এসআই) নয়ন,সৈয়দপুর ভূমি অফিসের অফিস সহকারি শাহআমানত সুফীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7165686164119984351

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item